• Uncategorized
  • 0

দিব্যি কাব্যিতে শমীক জয় সেনগুপ্ত

হেমন্তের কবিতা

নতুন করে হেমন্তের কবিতা আমি
লিখিনি
নতুন করে লেখা হয়নি বিচ্ছেদ
শুধু হাড়হিম করে রোদ্দুর নেমে
এলো পিঠের উপর
এ সময় শুধু আকাশকে নীলিয়ে দেওয়ার
জলে ভাসে তিল কুশ-
এ সময় শুধু ভগ্নদূতের কানাকানির
তুমি কি সন্ধ্যা নামার আগে
হে প্রপিতা চন্দ্রদেব
আরও একবার দেখা দিয়ে যাবে।
এ সময় বড় গোলমেলে
আর তালতাবুদের নিয়ম না মেনে
নতুন হিমে ওই শ্যামাপোকাদের
অলাতচক্রে প্রবেশ
এখন কবিতা লেখার সময় নয়
পাশে থাকবার সময়
নতুন করে টাই হেমন্ত লিখি না
আমি এ অগ্রহায়ণে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।