প্রবাসী মেলবন্ধনে সিফাত হালিম (ভিয়েনা, অস্ট্রিয়া)
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ডুব
উদরের হা হা ক্ষুধা, জাত কি শোনে, মানে,
যে ধর্ম গায় চড়াও হিঁন্দু মুসলিম, জৈন বৌদ্ধ,
দেহ বিকানো অন্ন গরীবের এখন ধর্ম,
অসংখ্যবার তাদের যেতে হয় উধাও চিতার নীচে।
মানবসেবায় প্রভুর বেশরম সংলাপ,
সঙ্গে স্বাদু মাংসের ওম,
চতুর্দিকে কানাকানি হৈহৈ রৈরৈ ঢোল।
বেশুমার ক্ষুধা দুঃখের কাছে হেরে,
আলুথালু নারীর সন্ধ্যার খেলা,
যে দিয়েছিল প্রভুকে টিপসই, রামের বউ সীতা,
সে এখন শীতলক্ষ্যার গলাজলে নেবে গিয়ে,
প্রায়ই ডুব দিয়ে নেয় কোনো এক প্রয়োজনে।