T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় সুতনু হালদার

শাস্তি চাই
পথ চিনেছে পথের সাথী
অবলা নয় নারীজাতি
লুটছে যারা, মারছে যারা
শুষছে যারা বিরুদ্ধ স্বর;
দেশ-বিদেশের সবাই এখন
চাইছে বিচার আর জি কর
এই লড়াইয়ে নারী-পুরুষ
এই লড়াইয়ে স্ত্রী আর স্বামী,
এই লড়াইয়ে বাবা-মেয়ের
হাঁটছে পাশে অন্তর্যামী
পথ চিনেছে পথের সাথী
অবলা নয় নারীজাতি
যে মায়েরা শূন্যকোলে
জ্বলছে আগুন সেই দু’চোখে
অপরাধীর বিচার চেয়ে
রাস্তা ঘিরে হাঁটছে লোকে
ভয় দেখিয়ে থামবে না আর
রাস্তা জুড়ে সহস্র লোক
করছে দাবি আজ তাঁরা সব
অত্যাচারীর শাস্তিটা হোক