বৃষ্টি এলেই ছুটে যাই তুমি ভাবনার গলিপথে..
আধ হাঁটু স্মৃতির জলে ছলাৎ ছলাৎ
টেনে নিয়ে যায় বিপন্ন অতীতের গভীরে
কতটা হাহাকারে পালিয়ে থাকি
যেন স্পষ্ট হয়ে আসে, আর
সেই বুদবুদে ঢেউ খেলে উদ্যত রাতগুলো
আত্মঘাতী অশেষ বেদনার গান ধরি…
আমি ও আমার মাঝে ঠেকন তুমি আর
তার মাঝে টেথিস সাগর !
২| আমার অসুখ
এবং আমি খুঁজে চলেছি একটা অসুখ বিহীন রাত–
যে যন্ত্রণা বুকে চেপে বেঁচে আছি
তা কোনো ইসিজি স্ক্যানে ধরা ব্যাধি নয়,
শেষবার মুখোমুখি বলা ‘ভালো থেকো’ !
সেদিন থেকে ভালো থাকা হয়নি,
থাকতে পারিনি ।
জীবন দহনের আসরে ব্যাথা গুলো
বাষ্প হয়ে উড়ে যায় রোজ
দিনের শেষে
কুয়াশায় মিশে ঝড়ে নিঃশব্দে,নীরবে
আমি ঠিক ধরতে পারিনা আমার অসুখ !
৩| যাবতীয় দুঃখ
ভুলে ভরা এই জীবন
পার্থিব উপকরণের খেয়ায় চড়ে
নিদ্রাহীন একেকটি রাত আবিস্কার করে
নিজেরই সম্মুখে নির্বাক দাঁড়িয়ে থাকে
সাদাকালো স্মৃতিচারণ,
একে একে সবটাই ছেয়ে যায় বিষন্নতার আগাছা
বিশ্বাস অবিশ্বাসের মাঝে ভেসে বেড়ায়
যাবতীয় দুঃখ !