কবিতায় শাওন গুলমোহর

আস্ফালন
যোগ্যতার মাপকাঠি আজ
অর্থ দিয়ে বিচার হয়
নীতি বিহীন মানুষগুলো
সফলতার পাঠ পড়ায়।
ন্যায় নীতি বোধ বুজরুকি সব
এই বলে যারা গলা ফাটায়
সমাজের মানী মানুষ তারা
সমাজকে তারাই পথ দেখায়।
গাড়ি বাড়ি আর অলঙ্কারে সজ্জিত সব
বাইরেটা চাকচিক্যময়
ভিতরটা তাদের ভীষণ খালি
শূন্য তারা কেউ মানুষ নয়।
ঢেড় দেখছি জীবনভর
অযোগ্যতার আস্ফালন
মানুষ যারা সবাই নীরব
মানবিকতা আজ ধুলিতে লুটায়।।