কবিতায় বলরুমে সৌম্য গাঙ্গুলী (আদিত্য)

জীবন যুদ্ধ
সর্বহারা ভিনদেশী এক পথিক আমি,
অস্তিত্ব খুঁজে পাওয়ার লক্ষ্যে অটুট,
রাতের অন্ধকারে আমি নিজেকে অসহায় হয়ে খুঁজেবেরাই,
পৃথিবীর বুকে বেঁচে থাকার লড়াই
ছিনিয়ে নেওয়ার লড়াই
করিনা আমি নিজের অহংকারের বড়াই।
কঠিন বাস্তবতা, সবার অবজ্ঞা ঘৃণা অপমান, উর্ধে আমি
আর হয় না কিছুই মনে এটাই মানি।
যদি পারি নিজেকে গড়তে
ফিরবো আমি আবার লড়তে
লড়াই জীবন…
যদি না পারি লড়তে, বিলীন হবো
অগ্নি বায়ু জল মাটি আকাশ এই পাঁচটি পঞ্চ মহাভূতে।