ক্যাফে কাব্যে সৌম্য ঘোষ

পরমাত্মা

উপাসনার এইপাড়ে তথাগত,
ওইপাড়ে শঙ্করাচার্য,
মাঝখানে –
শূন্যের অনন্তস্রোতে ভেসে যায়
ওঁ!

চারপাশে বেজে ওঠে শাঁখের করাত
জলে ডুবে গেছে সাঁকো-পথ
আজন্মের জপ ভেঙ্গে গেলে, খুলে যায়/
অচিন্তনের রহস্য
অবিনাশী ঈশ্বরের নশ্বরছায়া।

ভাতের জড়ত্ব ভেঙ্গে গেলে, সমস্ত সৃষ্টি/
অনস্তিত্ব হয়ে যায়।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।