ক্যাফে কাব্যে সৌমেন গাঙ্গুলী

আমি আছি বেশ

ঝড় আসলে আসুক না
মানুষ মরলে মরুক না ,
আমার তাতে কী ।
আলগোছে দুঃখ করে
গরম ভাতে ছড়িয়ে নোবো ঘী।
হাওয়া অফিস দিয়ে চলেছে
দুর্যোগের নানান আপডেট ,
ইচ্ছে হলে শুনি বটে
চালিয়ে টিভি সেট ।
কোথায় হবে ল‍্যান্ডফল
আর কখন হবে বৃষ্টি ,
মানবিকতার মুখোশ পরে
অমানবিকতাই এখন কৃষ্টি।
চ‍্যানেলগুলো ব‍্যস্ত এখন
দিতে লাইভ ছবি আর খবর
মৃত‍্যুর সাথে পাঞ্জা লড়ে
গোছাতে হবে যে ঘর ।
আসুক প্রলয় আসুক প্লাবন
উজাড় হোক দেশ ,
আমি তো আছি দুধেভাতে
আমি তো আছি বেশ ।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।