দিব্যি কাব্যিতে সৌম্য গাঙ্গুলী

নীল ময়ূরী
মনের হরষে নিভৃতে
মিষ্টি প্রেমের সহবাস
নীল আকাশের চাউনিতে
মিশে বন্ধিত নিঃশ্বাস।
কাজল মাখা চোখে দৃষ্টির হাতছানি
কথামালা এই বর্ণেই আছে সৌম্য কাহিনী।
নিশুতি রাতে চাঁদের সিগ্ধ আলো
রূপের লাবন্যে মনের অন্তরে
আগুন জ্বালো
তোমার হৃদয়-উদ্যানের সবুজ গালিচায়
কখনো ঝরতো প্রেম সুখ কবিতা হয়ে কাগজের পাতায় ।
রক্তাক্ত হৃদয়কে ধারণ করে
বিক্ষত জীবনকে যাপন করে এক নির্জন রাত
এখনো আমি দেখি আকাশে পূর্ণিমার
চাঁদকে।
জানি তো
দেখবো আবার তোমার চন্দ্র গ্রহণ
তবুও চোখ রাখি তো
ঐ দূর নীলিমার ঘোর লাগা
আবেগের নীল রংয়ের আবিরে
ঢাকি তপ্ত হৃদয়।