ক্যাফে কাব্যে সৌমেন গাঙ্গুলী

বিদ্রোহী তোমায় সেলাম

একই বৃন্তে তুমি ফুটিয়েছিলে
ভিন্ন দুটি কুসুম ,
সম্প্রীতির বন্ধনে বাঁধতে চেয়েছিলে
সাম্প্রদায়িক সমাজকে বহুবার বহুভাবে।
তুমি জানতে সাম্রাজ‍্যবাদী লালমুখের থেকে
অনেক বেশি শত্রু সাম্প্রদায়িকতা ,
তাই তাকে সমূলে বিনাশ করার ব্রত
তুমি নিয়েছিলে মানবিকতার অস্ত্রে ।
তুমি হিন্দু নও মুসলমান নও ,
তোমার হৃদয় গভীরে প্রথিত
সাম‍্যবাদ মনুষত্ব মানবিকতা ।
তোমার বিদ্রোহী সত্ত্বার অমোঘ আহ্বানে
প্রাণীত আসমুদ্র হিমাচল ।
তোমার উদাত্ত গানে বুভুক্ষু ভারতবাসী
খুঁজে পায় প্রাণের সম্পদ ।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।