।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় সৌগত ঘোষ
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
তুমি কি স্বপ্নে দেখেছ আমারে?
তুমি কি আমারে আজি দেখেছ শয়নে স্বপনে
নিবিড় ঘন ওই আকাশের মাঝে আঁধারের কবলে
চাঁদের পাশে ঘুমায়ে রয়েছে তার একাকীর সাথি হয়ে,
ভোরের আকাশে কভু চেয়ে দেখ তুমি
যদি ঘুম নাহি আসে তব সজল নয়নে|
খোলা এলো চুল তুমি মুখের দুপাশে ছড়ায়ে
যেন ঘুমায়ে রয়েছ আমার দেওয়া সেই চন্দন চর্চিত
রজনীর গাঁথা মালা বুকে নিয়ে জডায়ে,
ভোরের আকাশে কভু চেয়ে দেখ তুমি
যদি ঘুম নাহি আসে তব সজল নয়নে|
আজ স্মৃতির দুয়ার তুমি খুলিয়া আবারও
প্রেম ব্যতীত দিবস এনেছ পুনঃ ডাকিয়া
আবার ও কি তারে কাছে পেতে চাও তুমি?
যাকে ফিরায়ে দিয়েছ অতীতের গহনে
ভোরের আকাশে কভু চেয়ে দেখ তুমি
যদি ঘুম নাহি আসে তব সজল নয়নে|