কবিতায় সুমা গোস্বামী

মেয়েটি

মেয়েটি কোনো এক সকালে
আধফোটা ফুল হতে চেয়েছিলো …..
মেয়েটি কোনো এক সন্ধ্যায়
কবির কলম হতে চেয়েছিলো …..
মেয়েটি কোনো এক দুপুরে
ভাস্করের ছেনি হতে চেয়েছিলো …..
মেয়েটি কোনো এক মুহুর্তে
চিত্রকরের তুলি হতে চেয়েছিলো …..
মেয়েটি ,
এখন নিজেই পরিপূর্ণ আজ …..
তাইতো ,
আর চায়না কোনো সাহায্যের হাত …..
[4:06 pm, 26/9/2024] +91 93820 38027: ✓

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।