T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন সুদীপ ঘোষাল

আর এক সকাল
হোলির শিশিরভেজা প্রাতে
রাঙা রোদ মেখেছি গায়ে
দোলনবমীর নিশি শেষে
এসেছি সবুজ সকালে
বাকি কত পথ, দেখিব দোয়েলের মত চেয়ে
দুপুরের পথ ধরে পথিক গেছে চলে
রঙের বঙ্গোপসাগরে অথবা পুরীর সমুদ্রে
এখনও স্বপ্ন দেখি আমি বকুলের ফুলে
মালা গেঁথে রাখিয়াছি বকুলতলে, কদতলা ধরে
বেল,তাল,আম,জাম,করমচার দেশে
এখনও দেখছি আমি পিচকারি হাতে কিশোর এক
খেলিতেছে দোল,রঙে কলমিলতা গেঁথে
রঙখেলা সারা হলে কিশোর দেখে জোনাকীর আলো
চাঁদ জেগে শুয়ে আছে পূর্ণিমা- আকাশে।