।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় শক্তিপ্রসাদ ঘোষ
ঈশ্বরী
নিখুঁত রোদ্দুরে সেজে ওঠে
পুজোর আঙিনা
শিশিরকণা আঁকেনি সিঁদুরে টিপ
ব্যধিতে আটকে আছে
ঘর সাজানো গান
শিউলির ঘ্রাণে
উড়ে বেড়ায় পুজো সংখ্যার প্রচ্ছদ
জ্বর আসেনি আবার ——-
পাড়ায় পাড়ায় ঈশ্বরী বন্দণা
মায়ের মুখের হাসি
শিশির জ্বলজ্বল করে আছে
কোল পেতে ঈশ্বরী।
সহবাস
আমারা পরস্পরের স্বাদ নেই
লেপটে থাকা যাপন
ক্রিয়াপদের সাথে যৌথবাস
অলীক প্রণয়ে ঘুমিয়ে
থাকা যাবজ্জীবন
জানার ইচ্ছার ঘ্রাণ
সুদক্ষ ভাবে বহতা নদী
মিশে যাওয়া দিগন্তরেখা।