ক্যাফে কাব্যে শঙ্কর ঘোষ

আমার সাথে আমি 

সে নিশুতি জ্যোৎস্না রাতে
কিছু শিশির ঝরেছিল আমার বুকে ,
নক্ষত্রভরা রাতে নিঃসঙ্গ সজনে গাছ
যুবতী নারীর মতো জেগে উঠেছিল সে রাতে ,
শুনেছি চোরাবালির শরীরে নাকি কোনও কাম-বাসনা নেই
তাই হয়তো তোমার তিক্ত ক্রুর ভালোবাসা ছাড়া
এই পৃথিবীতে আর কোনও আলো নেই |
সেই প্রস্তর যুগ থেকে এই পৃথিবী
ঢের ভালোবাসা দেখেছে ,
তবু যেন প্রাণের কামনা
নদীর দুই তট কে মেলাতে চায় ক্রমাগত |
সময়ের ক্যানভাসে ক্রমাগত জোয়ার-ভাঁটার আনাগোনা |
দিনের আলো এক ঝাঁক শালিকের মতো
অবশেষে উড়ে যায় আলুক্ষেতের ওপর দিয়ে ,
করুণার আঁধার নামে পৃথিবীর বুকে
অনিমেষ রাত ধীর গতিতে চলে মরু-উটের মতো |
একলা মাঠ-ক্ষেত জেগে থাকে
স্বাতীতারার স্বপ্নে ,
একলা নিশুতি রাতে দিগন্ত বিস্তৃত খোলা আকাশের নিচে জেগে থাকি
শুধু আমি …….. আর আমি ||
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।