সারা দুনিয়ায় আজ অনেক বক্তব্য ,
মজা দেখুন,কেউ শুনছেই না।
শব্দহীন কি বিপুল জনরব সৃষ্টি করে তা বোধহয় আর কেউ আসেনি বলতে।
বাতাসে আগুন এখনও বিদ্যমান।
তাইদিন দিন পচে যাচ্ছে গোটা দেশটা,
এখনই প্রস্হান করে গেলেন দীপ্তিমান?
থার্ডবেল বাজতে দেরী এখন ও,
তাই কি চলে গেলেন অভিমানী নিঃশব্দে ,নীরবে ?
এখনও অনেক কবিতা জন্মের প্রতিক্ষায়,
এখনও অনেক রাক্ষস তা গিলে ফেলার প্রতিক্ষায়,
মিথ্যা প্রতিশ্রুতি রোজ ট্রাপিজ করে ভোল পাল্টে,
মঞ্চের পেছনে সব কুশীলবদের আজ এক প্রসাধন,
বোধহয় বড় তাড়া ছিল আপনার তাই ,
মুখোশ গুলো নির্মমভাবে ছেঁড়া হল না।
বিদায় কিন্তু বলব না,
আপনি যাননি, থেকে গেলেন আমাদের মননে।
জানেন তো,কবির মৃত্যু হয়না।