কবিতায় বলরুমে সুবর্ণা ঘোষ

লালন
জারুলের শেষ ডালে
আঁচল বিছিয়ে বসে আছে সায়াহ্ন।
যতদূর গেলে সব পথ শেষ হয়ে যায়
তারপরেও
কিছুটা পথ বাকি রয়ে গেছে,
কিন্তু তাও…
অলীক রেখা দিয়ে মিলিয়ে দিতে হয়েছে মিলতে না চাওয়া দীগন্তদের।
মনের ঘর বসত খুঁজতে গেলে পাখি হতে হয়।
কতবার জোনাকিতে হাত পুড়ে গেছে
শুধু
আগুনকে ভালোবেসেছি বলে।