|| ভাষাতে বাংলা, ভাসাতে বাংলা || সংখ্যায় শর্মিলা ঘোষ
by
·
Published
· Updated
মুক্তির অক্ষর
অক্ষরের বৈঠকখানা জুড়ে বাংলাভাষার কার্পেট
ডাক দিয়ে যায় বর্ণমালার কলরব,
ভাষার দুনিয়ায় মায়া লেপে দেয় মাতৃভাষার উৎসব
রফিক-জব্বার-বরকত-সালাম
বেঁচে থাকে মাতৃদুগ্ধের ঋণ শোধ করে,
বুকের সামনে ঝরা রক্ত
লিখে দেয় একুশে ফেব্রুয়ারি
মুক্তির অক্ষরে
কাঁটাতারের এপার ওপার
ভাষাযাপন সুধারসে ভরা
চাঁদের আলো অ আ ক খ লেখে
ভাষার প্রপাতে ভিজে যাচ্ছে ধরা
এমনি করেই ভাষা দিবস আসে,
বসে ধানসিঁড়ি ব্যথার চারিপাশে
অজস্রবার উচ্চারিত সে শব্দ
ছন্দে গানে কবিতায় ভরা
মধুমাসে।