কবিতায় সন্দীপন গুপ্ত

তারা অন্যরকম
একটু তাপে হৃদয় যাদের
মোমের মত গলে,
অল্প আলোয় খুশি হলেও
অন্ধকারেই চলে..
চোখের তারায় স্বপ্ন ফোটে
মাথা পেতে নেয় হার,
তাই তো থাকে অনেক দূরে
লোভ লালসার..
হোঁচট খায় চলতে গিয়ে
দুঃখ পোষে শীতে,
বন্ধু সেজে মানুষ তাদের
মারে অতর্কিতে..
তবুও তারা চলতে পারে
নিজেই উঠে দাঁড়ায়,
প্রয়োজনে অপকারীকেও
বন্ধুর হাত বাড়ায়..