T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় শর্মিষ্ঠা ঘোষ

কমফোর্ট জোন
এখনও স্তব্ধ কাব্যস্পৃহা
ক্রোধ ছাড়া দেখতে পায় না মন,
এখনও তুলকালামের ক্ষোভ
থাকছেনা অন্তরঙ্গ জোনে।
তুমি মানে গল্প বহুস্বরা,
গুজব সুযোগ এবং আন্দোলন,
বহুদিন সূর্যপ্রণাম বাকি
বহুদিন আলো জ্বালতেই ভোর।
আমাদের নড়বড়ে বিশ্বাস
আমাদের ভঙ্গুর শিরদাঁড়া
এইবার ঘুচলো সে নাম যদি
এইবার উল্টো হাঁটাই হোক।
বন্ধু তো হেঁটেই যাচ্ছে সাথে
গলা তুলে বলছে, “বিচার চাই”
ভরসায় আমিও থাকছি পথে
আমাদের মাথায় হাতেমতাই।