T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় শুচিতা গাঙ্গুলী (ফুল)

নারীর রূপ
যে নারী নিজেকে নিলাম করে,
ফিরিয়ে আনে স্বামীর প্রাণ,
সমাজ কি তাকেও,
ছলনাময়ী রূপে দেবে উপাখ্যান?
যে নারী সন্তানের মুখে
তুলে দিতে চায় সামান্য খাদ্য,
তখন যদি সে করে ছলনা,
তখনও কি সমাজ তাকে-
ছলনাময়ী বলে দেবে সম্মাননা?
শুধু অপব্যবহার নয়, প্রয়োজনের তাগিদেও,
অনেক নারী বাধ্য হয়
করতে ছলনা,
সমাজকে প্রশ্ন করি-
তখনও কি নারীকে-
ছলনাময়ী বলে তোমরা
করবে তুলনা?
দেবী দুর্গা তিনিও তো
হারিয়েছিলেন অসুরকে,
সেই ছলনা করেই,
তবে কেন তাকে আমরা,
পূজা করি মহামায়া
দেবীর রূপেই?
ঘরে ঘরে এখনো এমন
অনেক দূর্গা আছে,
তারা নির্যাতিতা বলেই
ছলনা করেই বাঁচে।