T3 || স্মরণে শহীদ || বিশেষ সংখ্যায় সন্দীপ গাঙ্গুলী

অভিমান
একে একে সব বাঁধন আলগা করে দাও
বাসী ফুলের মতো একঘেয়ে নিরাপত্তা
পুরনো ক্যালেন্ডারের মতো সরিয়ে রেখ…
নিস্তরঙ্গ ইচ্ছের বারান্দায় আবার
উজ্জ্বল হোক ভাষা শহীদের অনুভবে,
ভাষার জন্য প্রাণ দিয়েছে যে সব নবীন
আর ঘরে ফেরানি যার আপনজন
তাদের জন্য নিজেকে এখন অচেনা অতিথি মনে হয়
লাজুক মুখ ডুবিয়ে রাখি মৃত্তিকার স্তনে
কাল সমস্ত রাত জোৎস্নায় ভেসেছিলাম
আজ ভালবাসার পদশব্দ থেকে বহুদূরে
নির্লিপ্ত বেলাভূমিতে রেখে এলাম হারিয়ে ফেলা উনিশের রাত্রিবাস,
বহুবছর পর কোন অজানা ভোরে
আগামীর স্মরণ মঞ্চে হয়ত প্রতিধ্বনি উঠবে
রক্তমেঘের আন্দোলনের
এগারো শহীদের সংলাপে
মিশে যাবে স্বজন হারানোর হাহাকার…