সুদীপ ঘোষাল

মুক্তো
আকাশ থেকে মুক্ত ঝরে। আমরা মুক্তো কুড়োতে জানি না।তাই মনখারাপ হয়।নেকড়ে দাপিয়ে বেড়ায় মনবনে।
জানতে হয়, শিখতে হয়।আমরা প্রকৃতির পাঠ বুঝি না।আকাশের মত উদার,বনের মত শান্ত, বৃষ্টির মত শীতল,ঝর্ণার মত কর্মচঞ্চল হলে আর কোনো ওষুধ লাগে না।
জীবন হয় মুক্তোর মত সুন্দর।