কবিতায় বলরুমে শর্মিলা ঘোষ

বারান্দা
অকৃতজ্ঞ বারান্দা জুড়ে ফুটে আছে বারুদের গন্ধওয়ালা মরু গোলাপ,
তাতে জল দিচ্ছে কিছু মুখোশওয়ালা মানুষ, রাসায়নিক সার বিষিয়ে দিচ্ছে ফুসফুসের দেওয়াল,
আবার একটা হার্ট অ্যাটাক আসছে, বাইপাস-সার্জারি করেও কি হৃদয়ের স্পন্দন জুড়বে!
সময়ের লাইব্রেরি থেকে প্রাপ্তি খন্ডিত সাতকাহন।