মার্গে অনন্য সম্মান সুখেন্দু ঘোড়ই (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৮৭
বিষয় – ঈদ
সবার জীবনে ঈদ
রমজান জুড়ে দেহ মন পুড়ে রোজার হল শেষ
নীল গগনে দেখ নয়নে শওয়াল চাঁদের কেমন রেশ।
পাহাড় হতে প্রীতির পরশ খুশির ছোঁওয়ায় আলো হয়ে
আসছে নেমে ঝরনা নামে মায়ের স্নেহ আদর নিয়ে।
আলো আঁধার প্রেমের জোয়ার ভুবন পানে প্রীতির নাওয়া
সাঁঝ গগনে ঝিলিক তানে জোছনা তোলে খুশির হাওয়া।
ঈদগাহেতে নামাজ পড়ে খাঁটি মন সব দাও বিলিয়ে
ঈদ পরবে হৃদ গরবে নতুন বসনে আয়রে ধেয়ে।
খুশির তালে বিভেদ ভুলে একসাথে সবে গাই গান
এক মায়ের যমজ ছেলে মোরা হিন্দু-মুসলমান।
মিলে মিশে থাকবো সবে সম্প্রীতি যার বিশেষ নাম
হৃদয় মাঝে পাতব আসন তবেই থাকবে মোদের দাম।
উঁচু নীচু নাই ভেদাভেদ ক্ষমা সোহাগের মিলন বেদ
আমির ফকির নাইকো জাহির ভুলি যতসব মনের খেদ।
দ্বন্দ্ব ভুলে আকাশ তলে ভাঙি বিভেদ দ্বেষের বাঁধ
ঈদের টানে খুশির গানে মিষ্টি হাসে শওয়াল চাঁদ।
লাচ্চা পোলাও ফিরমি সিমাই একসাথে খাই করি আবেশ
ঈদুল ফিতর “ঈদ মোবারক” জানাই সবায় ভোলাতে দ্বেষ।