কবিতায় শ্রাবণী গুপ্ত

স্বাদ

কে যেন স্নানের দৃশ্যে
রেখে গেছে নারকীয় স্বাদ!

হেঁটে গেছে, দূরে

ক্রমশঃ প্রপাত থেকে দূরবর্তী দূরে

সে কি জানে —
আসলে যা ব্যক্তিগত, তা-ই দৃশ্য
বাকিটা মৃত্যুপুরী, খাদ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।