T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় সৌম্য ঘোষ

মাদলের ধ্বনি
কোথাও মাদল বাজে, ড্রিম… ড্রিম…
ধ্বনির ভেতরে বাড়ে ধ্বনি,
প্রহরে বাড়ে প্রহর,
রাত ঘন হয়, কারা যেন ডাকে ভুল নামে?
কার নাম কারা ডাকে? কার নাম?
এখানে কুয়াশা গহীন, অন্ধকার
গতকাল কার যেন চিঠি এসেছিল,
ময়দানে নেমে ছিল সন্ধ্যা সূর্যাস্তের পর!
এর কোন গূঢ় অর্থ বুঝিনি কিছুই!
শুধু শুনেছি, মাদলের ধ্বনি
ড্রিম… ড্রিম…