জিতেন মাষ্টার ছিপ হাতে দুপুর কাটান কলাবাগানের পুকুরের পাড়ে।ফাতনায় চোখ রেখে স্বপ্নের অগাধ জলে ডুব দেন বারেবারে।ডুবে দেখতে পান পূর্ণ না হওয়ার স্বপ্নের ভিড়ে খুঁজে পেয়েছেন পরশপাথর।তার ছোঁয়ায় কত স্বপ্ন সোনার ফসল হয়ে ফলে।প্রতিদিন তিনি এই একটা স্বপ্নই দেখেন। তার পরশ পাথরের স্বপ্ন একদিন সত্যি হল জীবনে। বামন মেয়েকে নিয়ে তার দুশ্চিন্তা ছিল মনে।তাঁর মেয়ে অপরূপা বামন।বেঁটে মেয়েকে নিয়ে তিনি খুব চিন্তিত ও দুঃখিত। কিন্তু মেয়ের অদম্য ইচ্ছের জোরে সে আজ আই পি এস অফিসার হয়েছে।তার আগে পিছে চলেছে লম্বা লম্বা অফিসার।
তারা তার মেয়ের কাছে নিতান্তই বামন স্বরূপ…
সুদীপ ঘোষাল নন্দনপাড়া খাজুরডিহি পূর্ববর্ধমান
২| এ ভরা ভাদরে
ভরা ভাদরে দূর থেকে ভেসে আসছে ভাদুগানের সুর । ছুটে গিয়ে দেখলাম জ্যোৎস্না রঙের শাড়ি জড়ানো বালিকা ভাদু বসে আছে । আর একটি পুরুষ, মেয়ের সাজে ঘুরে ঘুরে কোমর নাচিয়ে গান করছে , “ভাদু আমার ছোটো ছেলে কাপড়় পর়তে জানে না” ।অবাক হয়ে গিলে যায় এই নাচের দৃশ্য অসংখ্য অপু দুর্গার বিস্মিত চোখ । এর পরে ঝাপানের সময় ঝাঁপি থেকে ফণা তোলা সাপ নাচিয়ে যায় চিরকালের চেনা সুরে স্বপন দাদা ।স্বপন দাদা ঝাপান এলেই সাপ গলায় জড়িয়ে গান ধরে,”আলে আলে যায় রে কেলে , জলকে করে ঘোলা । কি ক্ষণে কালিনাগ বাসরেতে ঢোকে রে, লখিন্দরের বিধি হলো বাম ” । আমাদের এই গ্রাম্য সভ্যতার সুর ধরে চলে সুখদুখের বাঁকা নদী ।