কবিতায় বলরুমে শর্মিলা ঘোষ

তাজমহল
আসলে তাজমহল কোনো মুসলমানের ছিলনা কোনোদিন , কোনো
হিন্দুর ও নয়, কোনো খ্রীষ্টান, বৌদ্ধ ,শিখ ,সাঁই তাদের ও নয়;
তাজমহল হলো সব বিরহ কাতর প্রেমিকের, ঐ যে পাখীটা ডানা ঝাপটিয়ে স্বাধীনতার বার্তা দেয়
তাজমহল তার,
যে কবি প্রতিদিন শব্দ বোনে ভালোবাসার অক্ষরে তাজমহল তারও,
যে শ্রমজীবী মালবাহক কিংবা কলের মজুর তার অধিকারে তাজমহল অতীত বর্তমান ভবিষ্যৎ দ্রষ্টা;
প্রতিদিনের রোজগারের তাগিদে যে ভারতবাসী ট্রেন বাসে ফুটপাতে মাথার ঘাম পায়ে ফেলে অন্ন সংস্থান করে সেও তাজমহলের অংশীদার,
আমরা বুঝতে বুঝতে পেরিয়ে যাচ্ছে দিন মাস বছর……
আতসকাঁচ দিয়ে দেখলে আবিষ্কার হবে মার্বেলের গায়ে ভালোবাসার হাতের ছাপ, যুগল অথবা একলা,
আসলে তাজমহল রক্ত মাংসের অধিকার, শান্তি সৌধ প্রেমিকের দাবিদার,
ভারতবর্ষের পরিচয়পত্রে সাদা তুফান তুলে আত্মমর্যাদার আবেগ ও হৃদয়ের অঙ্গীকার।