T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় সন্দীপ গাঙ্গুলী

উদযাপন
মনখারাপের বিকেলটা আজ শব্দহীন
আলোর নিচে সন্ধ্যা ঢাকে ব্যর্থ দিন
মেঘের গালে টোল ফেলেছে বৃষ্টি ঋণ
প্রতীক্ষাতে একলা আকাশ তারাবিহীন
মনখারাপের বিকেলটা আজ শব্দহীন।
চাঁদের গায়ে ছোপ ফেলেছে ধূসর রাত
হয়তো এখন কান্না মোছে নিঃস্ব হাত
চোখের তারায় লুকিয়ে রাখে স্বপ্ন সাজ
নিয়ন আলোয় মাসকারা দেয় সোহাগ রাত
চাঁদের গায়ে ছোপ ফেলেছে ধূসর রাত।
মনের গোপন বারান্দাতে গভীর অসুখ
নাম না জানা পর্ণমোচির অলীক সুখ
চেনা চোখের সংলাপে আজ বজ্রপাত
হোক না এখন গহীন সুরের বৃষ্টিপাত
গৃহত্যাগী জোৎস্না আমায় দিচ্ছে ডাক
নাইবা এলি অপেক্ষাতেই সঙ্গে থাক ।।