স্বাধীনতার পরে
নদীর দুইধারে ফুটেছে কাশফুল
তবু চারটে উপোষি উলঙ্গ বালক
কাশফুলগুলো খাচ্ছে
আর টেনে আনছে শিকড়
নরম অংশটা চুষে চুষে খিদে মেটাবার
আপ্রাণ চেষ্টা
একটা বোকা -নৌকার, উপর পাঁচটা
পেটমোটা মানুষ বা ফানুস
হাতে তাদের মদ আর মুরগি র মাংস
উলঙ্গ শিশুগুলোর ছবি তুলছে এক মাতাল
হাসে আর মানচিত্রের ছবি মোছে
কঙ্কালসার অসাম্য,অর্থ বন্টনের ইরেজার দিয়ে…
ওরা দেখছে, ছেলেগুলো রক্তচোখে তাকায়
আর চিবোয় কাশরূপে সাদা ফাঁসের দড়ি
মাঝি গায় খাদ্যপ্রাণ আর অস্তিত্বের গান