T3 || বর্ষ শেষে বর্ষবরণ || সংখ্যায় সন্দীপ গাঙ্গুলী

দিনান্তে
লাল পলাশ মাখা দিনান্তের সূর্য
একটু আগে হারিয়ে গেল চৈত্র সংক্রান্তিকে নিয়ে
সন্ধ্যা নামছে সুখবিলাস গাছে
গাজনের মিশ্র সুরে আগামী বছরের অভিবাদন
বৃষ্টির প্রতীক্ষায় ঈশান কোণে মেঘ খোঁজে
নীরব হাসনুহনা বয়স বাড়ার শোকে
প্রান্তিক ভালবাসায় বছরটাকে ছুঁয়ে দেখছে
তারাভরা সন্ধ্যা
এক মুঠো জোনাকির আলোয়
তোমায় দিলাম আমার আমন্ত্রণ
আমায় দিও বিদায় বেলার সুর
এই বছরের মৃত্যু কেবল জানুক তোমার আমায় সমর্পণ।