প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে সুদীপ ঘোষাল
by
·
Published
· Updated
ভালোবাসা
১|
কুমারী সকালে অপেক্ষার ভালোবাসা
অপেক্ষার সময় পেরিয়ে কুমারী আকাশ ছুঁই ছুঁই
এসে গেছে অপাপবৃত কলসবেলা
হাত নেড়ে পালিয়েছে দূরত্বের মাঠ
ব্রজবুলি তবু শেষ হয় নি গাওয়া
ভ্যালেন্টাইন দিনজুড়ে কথামালা গাঁথা
সাহসিবিকেল কাঁপে, কাটে নি মেঘ
ভ’রে নি বিষাদবেলা
অপেক্ষাশেষ দিগন্তবনানী বিলোয়
হৃদয়পার্ক এখন যৌবনঘোরে মত্তময়ূরের পেখম…
২|
ভালোবাসার মৃদঙ্গতালে
ভরিয়েছে উদাসি ভোর
শেষ হয় নি দুপুর
আজ বেজেছে
রাঙা সাজের নুপূর
স্মৃতির অঙ্গজুড়ে আজ
বিসমিল্লাহ সানাই বাজে
প্রেমের উঠোনজুড়ে…