T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় সুদীপ ঘোষাল
by
·
Published
· Updated
১| চন্দ্রাবলীর সংসার
আমাদের জ্যোৎস্না রাতের ঘর
দুজনে দুজনের দেহে আলো মাখাই
মন জুড়ে ক্যাপসিক্যামের আদর
আলুপোস্ত আর মুগের ডালে রসনা তৃপ্ত
ঝাল লাগলে জলের স্নেহ মাখি…
ওপাড়ে যে কুটীর দেখা যায় গোলাপ ঘেরা
তার পাশ দিয়ে বয়ে চলে ছোট নদী
শ্রমিকের ঘাম ধুয়ে দেয় উদার কুলুকুলু স্রোত
ওটাই আমাদের শীতল আশ্রয়ের আদর
সবুজ মনে মাঠে কাজ শেষে ফেরে যখন
ঈশানীর হাওয়ায় দোলে প্রতিক্ষারত চাঁদমুখ
খুশির হাওয়ায় জেগে ওঠে রাঙা সূর্যের রোদ…
চন্দ্রাবলীর পরিশ্রমের ঘাম চেটেপুটে খায়
খিদের পাতে…
২| অন্তর্জলি
বটবৃক্ষের ছায়ায় আগুন দুটি ঠোঁট
তিলে তিলে বর্ষ শেষে নিভৃত আলো
গোপন রেখেছে তবু বেহালার তান..
ঋতু জুড়ে অঙ্ক হিসাব দিন-ক্ষণ
মিলে যায় রসিকের যত রসায়ন
পরাণ পথিক জানে পথ নির্বাচন
মাটির প্রতিটি বিন্দু ঘেরা বিবর্তন
অন্তর্জলির হিম পরশ অন্তিম আসন
নিরপেক্ষতার স্বাদ আনে মৃত্যুর শাসন