T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় সন্দীপ গাঙ্গুলী
by
·
Published
· Updated
উড়ো স্মৃতি
মন ভর্তি তোমার মুহূর্তরা উড়ে যেতে চাইছিল
ঝোড়ো হওয়ায়,
আজ খুব বৃষ্টি হলে
ভিজবে ফেলে আসা মুহূর্ত
একটু অস্পষ্ট হবে
উড়ে যাওয়া চিঠির সংলাপ,
হয়তো ভাসা হবে না আমার
তোমার স্রোতের অনুকূলে
ব্যাস্ততার অভিসারে মিলিয়ে যাব
গোধূলীর আলোক রেখায়…..
একা যেতে হবে বহুদূর,
বৃষ্টি কমলে মনের জানালা খুলে
শুকিয়ে নেব উড়ো স্মৃতির কোন
রোজই দেখব একবার করে
বোবা মনের চাহিদার অবসরে,
অনেক বছর পর যদি আবার বৃষ্টি নামে
উড়ো চিঠির পাতায় খুঁজে নেব
ফেলে আসা তোমার মুহূর্ত
মেঘ মনে হারিয়ে যাব
মুছে যাওয়া সংলাপে
বৃষ্টির অবকাশে……