T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় শান্তনু গুড়িয়া
by
·
Published
· Updated
একটি শীতকালীন কবিতা
কম্বল এমনই লোভনীয় বস্তু যতই বেরোই বেরোই করি
তার ওমে ও গরমে দুনিয়া মশগুল
ওদিকে গীতিকার ও সুরকারের ভূমিকায় চিরযুবা শীত হাজির
তার হিমের পরশ নিয়ে স্পর্শকাতরা যুবতী চুপিসারে ড্রাইওয়াশ সারে
আর শীত ব্যাটা এমনি বেয়াড়া যতই পালাই পালাই করুক
গলি তস্য গলি মায় কানাগলি তক সুখে জাপটাজাপটি করে
এদিকে রসিকবিলে বসেছে আন্তর্জাতিক পাখি সম্মেলন
সভাশেষে কিছু পাখি ধরা পড়ল ফটোশিকারির লেন্সে
কিছু পাখি উড়ে গেল পাখমারাদের ভোজসভায়
ওদিকে চিত্রকল্পের সন্ধানে মাথায় গালে হাত দিয়ে
ভাবুক উঠতি কবি
ও পাখি, যদি আর না দেখা হয় তার সাথে
এত ভালোবাসা এত ব্যথাদাগ তবে কার জন্য?