T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় সুদীপ ঘোষাল

শিকল ভাঙার স্লোগান
মহিলারা রাত দখল করে এগিয়ে চলেছেন অপমানের শিকল ভাঙতে। একটি মেয়ে স্লোগান দিচ্ছেন,”দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, পথে প্রতিবাদ করতে হবে”,সঙ্গের মহিলারা স্বর মেলাচ্ছেন তীব্র চিৎকারে।
পাশে দাঁড়িয়ে ছিলেন ষাট বছরের সুনীতা দেবি।তিনিও মিছিলে এসে প্রতিবাদে স্বর মেলালেন অপমানের সঠিক বিচারের আশায়। তিনি হাঁটতে হা়টতে ভাবেন ,আর কবে সহস্র মোমবাতির আগুনে পুড়ে যাবে নারীদের অপমানের শিকল?