T3 সাহিত্য মার্গ || ১৫০ তম উদযাপন || সংখ্যায় সঙ্কর্ষণ

জল্পনা
মাপের কাঠি বেভুল বেঠিক কথার প্যাঁচে তা জানতে
ঘরের কথা ঘরের কোণায় জমেই মরে একান্তে,
ছোটোর লাঠি বড়োর মাথা এ শব্দ আর সওয়ার না
উৎসাহতে পড়লে ভাঁটা আসবে কি আর জোয়ার না?
বইয়ের পাতা জমির লাঙল চাষার হিসেব মেটায় কি
ঠুসেই ধরো আদর করে তোমার দেওয়া সে চায় কি,
দিনের শেষে গ্রহের দোষে কপাল যদি ফাটার হয়
মাটিই জাতে এঁটেল হলে বেকার আরোপ আঠার নয়।
জ্ঞানের ভাঁড়ার উপুড় করো জেনে ধারক ফুটোই থাক
নেবার মতো দেবার লোকও মনের থেকে দূরেই যাক,
হাসির দমক আকাশ ভাঙুক আসুক নতুন অশেষ দিন
রাতের নামে চিঠির কাগজ তলায় লিখো হৃদয়হীন।