প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে শর্মিলা ঘোষ
by
·
Published
· Updated
শেষ বিকেলে
শেষ বিকেলে তৈরি হচ্ছে ভালোবাসার কোলাজ,মিঠে পানের মতো গাঢ় যার আবেশ
দীর্ঘ সফর ফুরিয়ে যাবার আগেই গাছেদের বুকে জমা হয় অভিমান,ফসিল হয়ে যাবার আগেই বিচ্ছেদ শুরু
গঙ্গার ঘাটে বসে মেঘেদের বারোমাস্যা শুনতে শুনতে
অভিযোগের পলি জমে পরতে পরতে,সেখানে খোদাই হয় ছন্দপতনের শিলালিপি
তবুও ভালোবাসা বাঁচে প্রতিদিন প্রতিক্ষণ,অনেক কাব্য হৃদয়ে বাসা বাঁধে শুধু লেখার মতো কালি থাকেনা সময়ের দোয়াতে
হাওয়ায় ভাসছে ব্যলকনি থেকে উড়ে আসা চুমু,কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে পথিক হাঁটছে এখনো, কাব্যের মতো ভালোবাসাও অধরা রয়ে গেছে , কাঁচাপাকা চুলের দূরন্ত গতিতে।