কবিতায় সুমা গোস্বামী

সংকেতের আশায়
কাঁচের শার্সিতে তোমার এলোমেলো আনাগোনা
অস্পষ্ট অবয়বে এক ঝলক বাঙ্ময় উপস্থিতি,
কল্পনার মেঘরাজ্যে আমি তখন এক মেঘবালিকা।
পাশ বালিশের মায়ায় তোমায় দেখলাম,
আবছা আলোয় অপেক্ষারতা মায়াবী চোখের ভাষায়
তোমার উপন্যাসের নায়িকা হতে চেয়েছিলাম।
এক ঝলক রোদের হলুদ সংকেতের আশায়
দূর দ্বীপের নির্জনতায় মগ্ন তাপসী আমি।
বুঝতে পারিনি কার আবেগী হার গলায় দোদুল্যমান!
জলে ভেজা বালিশের চিত্রসম্ভার,
নাকি কবিতার বইয়ের বিবর্ণ মলাটের।