কবিতায় শিবানী গুপ্ত

অভিমানী বর্ষা
নিখিলের প্রাণে চাহে বর্ষার পরশে,
প্রখর খরায় বর্ষা অভিমান ভরে,
আপনি ঢেকেছে মুখ থাকে দূরে সরে;
শীতলতা আনে বর্ষা নিবিড় হরষে;
গ্রীষ্মের ভ্রুকুটি ক্রোধে রোষেতে বরষে,
আকুল পরাণি তবু কামনা যে করে;
ভুবন ভাসায়ে বর্ষা ধরা পড়ে ঝরে,
জীবকুল বাঁচে তবে জীবন ভরসে।
ঝিরিঝিরি এসো নেমে সুন্দরী বরষা,
ময়ূর পেখম মেলে অপরূপ ছন্দে;
প্রেমিক মনেতে জাগে উদ্দীপনা রাশ,
অভিমান ভুলে ভূমি করো গো সরসা;
কবি মন লিখে কত কাব্য ভালো মন্দে,
সৃজন সুখেতে পূর্ণ কত অভিলাষ।