কবিতায় সুমিতাভ ঘোষাল

তিন নম্বর চোখ
শিবঠাকুর আড়ালে ডেকে জিজ্ঞেস করলেন
কিরে বেটা, বাংলা খাচ্ছিস এখনও?
বললাম, জী মহাদেব !
এখন তো ভাল প্যাকেজিং হয়েছে,
তাছাড়া
ইংলিশ দোকানেও পাওয়া যায়।
ভৃঙ্গী বলল, তুই নাকি শ্মশানে মশানে ঘুরিস?
আজ্ঞে জী মহাদেব।
তুই নাকি ছেলে- বৌকে দেখিস না !
আজ্ঞে না মহাদেব।
নিষ্ফল আর শূন্যরাশির চাপে
সময় করে উঠতে পারি না
তবে স্বীকার করছি
আপনার মতো আমারও
সংসার-ধর্ম ভাল লাগে না
তা, তোকে যে পরিবার থেকে
ব্রাত্য করা হলো, কিছু উন্নতি?
আজ্ঞে না মহাদেব
আপনি তো জানেন আমি স্বয়ম্ভূ
কোনও পুরস্কার পাওয়ার লোভে
আমি কারুর পায়ে হাত দিইনি
আপনার পায়েও দেব না
তবে শোন বেটা,
নিজেকে অনেক বড় ভেবেছিস, তাই না ?
তোর সব আছে, শুধু একটা জিনিস নেই
আর তা হচ্ছে প্রত্নচক্ষু, জ্ঞানের আয়াত
ওইটা যেদিন পাবি
সেদিন তোর সব হবে