কবিতায় শর্মিষ্ঠা ঘোষ
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
পাইকারি
ভাঙতে জানো তুমি চরম উল্লাসে
গড়তে পারো বলেই অবলীলায়
ঝনঝন চেনা জানা সুষুপ্তি আশ্রয়
ঝোড়ো কাকও এর বেশি নিশ্চিত বরাভয়
ঘর আছে নেই ঘর বুঝতে বুঝতেই
মলাট খুলে খোঁজ জম্পেশ কোডনেম
বাকি সব সাদামাটা চেনাগলি চেনামুখ
ধুয়ে মুছে চুনকাম ব্যর্থ তা লোপাটে
কোন মুখ কটা মুখ কিরকম ঠিকঠাক
মাছের কাঁটা নাকি কাঁচা মাস খাদ্য
চলিতে শুরু করে গুরুভাষা সম্বল
ধান্য দূর্বার সকলেই দাবীদার
কাকে চেন কাকে জান অশ্লীল ভুলভাল
তার হাতে কার লেগে মধুমাস দিনকাল
বেবাক ফুটপাথ থইথই কানাঘুঁষো
নামে ছায়া রোগা মোটা পাইকারি এক দাম