T3 || রবি আলোয় একাই ১০০ || সংখ্যায় শর্মিষ্ঠা ঘোষ

আসন
১৮টা জন্ম ৩৬ টা মৃত্যু পেরিয়ে যে আমার ভরসাযোগ্য বন্ধু
প্রিয় প্রেম আশ্রয় বিস্ময় রোদ বৃষ্টি ঝড়ে কে সি পালের ছাতা
তার নাম এই বলে খ্যাত তিনি আমাদেরই লোক ভাঙনপারে চিরকালের বসতি
আসে যায় কত হেটো মেঠো ঘেটো
টুং করে বাজিয়ে দিয়ে যায় একতারার তারটি
রেশ মেলাতে না মেলাতেই ফের পালানো পায়
“এত প্রেম আমি কোথা পাব নাথ তোমারে হৃদয়ে রাখিতে ”
কারণ এরকমই তবে
এরকম বলেই ডাকে হাঁকে অস্হির কেবল বাসাটি নড়বড়ে
হৃদয়টি টলমল
কোনকালের নেশা
রাস্তা খালি ডাকে
অজগর পাকে জড়িয়ে ধরে
ফেরা হয় না
সেও আসে কই
মাঝে দোলে চিরকালের ব্যবধান সেতু
নাকি বন্ধন সূচনা ?
অত শত বিপরীত বিপ্রতীপ সমান্তরাল নিয়ে নৌকো ডুবে যায় কতবার
তবুও ফুরোয় না যে
জিরোয় না যে
ছাড়ায় না যে
হারায়ও না
চুপটি করে বসে থাকে বুকের ভেতরে
চোখের আড়ালে
বৃষ্টি নামায়
আসন পাতে
চিরকালের।