T3 || নারী দিবস || সংখ্যায় সন্দীপ গাঙ্গুলী

অন্তহীন
বিশ্ব নারীদিবস আজ সার্বজনীন…
এই কথাটায় বড় ভয় পায়
রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা চোখে মাস্কারা দেয়া ঐ মেয়েটা ,
এক নারীদিবসের রাতে কিছু নারীপ্রেমী
তার আসন্ন যৌবনকে বিসর্জন দিয়েছিল পরাধীনতার বিষন্নতায়
এখন সে মন বেচা কেনার পসার সাজায়
আলো আঁধারীর শহরে,
আজ তার লঘু খুশির লাবণ্যে ঢেকে যায়
নারী দিবসের উদ্দীপনা,
চোখের প্রতীকী জলের উষ্ণিসে মিলিয়ে যায় নারীজন্মের হাহাকার,
নারীদিবসের জয়গান বিলীন হয়ে যায়
চাপা দুঃখের হিম হয়ে যাওয়া অট্টহাসিতে,
ভাল থাকার পাঠশালাতে নির্বাসনে যায় তার
চুরি যাওয়া পরিচয়।
নারী কেবল সুখ বদলের আতিশয্যে নয়
গভীর রাতে আলোর উৎস হয়ে থেক
নারী দিবস কেবল অনুষ্ঠনের রোশনাই বেশে নয়
হাজার কণ্ঠের প্রীতিবাদ হয়ে থেক।