T3 || লক্ষ্মী এলো ঘরে || বিশেষ সংখ্যায় সন্দীপ গাঙ্গুলী

কোজাগরী
নীল খামের ভিতর সাদা মেঘ ভরে
রেখে এলাম শরৎ।
কাদা মাখা ভিজে ঘাসের বর্ষা
এখন উজ্জ্বল সোনালির বাহারে,
মেঠো নদীর স্নিগ্ধ উচ্ছাসে খুঁজি
ফেলে আসা বসন্তের কোলাজ।
মনে পড়ে তোমার
গত কোজাগরীতে রাত দেওয়ার কথা,
সারা রাত একান্তে…
চাঁদের ছায়ায় চোখের জলের চিকচিক,
রাত ভেজা জ্যোৎস্নায়
তোমার প্রতীক্ষায়,
কপট অভিমানে ভোরের সূর্যে চোখ রাঙিয়ে
তোমায় বলেছিলাম
একদিন আমিও….
মিলিয়ে যাব অমাবস্যায়।
কত রঙিন দিনের স্বপ্নে
সূর্যাস্তের রক্তক্ষরণ তোমার অভিলাসে,
একটুকরো অবিশ্বাসে হারিয়ে গেল
অন্য মনের প্রান্তরে।
আজ আবার কোজাগরী
মেঠো নদীর আয়নায় রুপোলি ঝড়,
চোরা স্রোতের ঝিম ধরা স্তব্ধতায়
অনুরণন ভালথাকার মুহুর্তের।।