কবিতায় স্বপন গায়েন

জননী জন্মভূমি
কাশের বনে ফুলের মেলা
বাজছে কোথায় ঢাক
মায়ের শুনি পদধ্বনি
বাজাই ঘন্টা শাঁখ।
আগমনী গান শিউলি ফুল
হৃদয় আবেশ করে
কাশফুল দোলে হিমেল হাওয়ায়
মনটা খুশিতে ভরে।
আলোর রোশনাইয়ে উঠবে ভরে
রাজপথ থেকে গলি
গরীব ধনীর নেই ভেদাভেদ
সকল দুঃখ ভুলি।
ছেঁড়া পোশাক পরবে না কেউ
যারা গরীব লোক
দান ধ্যানেতে পুণ্য করো
করবে না কেউ শোক!
আশিষ দিও সবার মোগো
জননী জন্মভূমি
হাসির ছোঁয়া দাও লাগিয়ে
বিশ্ব জননী তুমি।