T3 || সৌরভ সন্ধ্যায় || লিখেছেন শর্মিলা ঘোষ

“সে চলে গেল বলে গেল না,সে কোথায় গেল ফিরে এলো না”

সৌরভকে নিয়ে কিছু লিখতে হবে,রাজশ্রীর আহ্বান পেয়ে লিখতে বসলাম।যতবার টাইপ করছি সব অক্ষর ঝাপসা হয়ে আসছে,শেষ অবধি একটু বেশি সময় চেয়ে নিলাম।
ফেসবুকে সৌরভ নেই পোস্টটা দেখেই হাত পা ঠান্ডা হয়ে আসছিল,একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। সঙ্গে সঙ্গে প্রদীপদাকে ফোন করলাম,খবরের সত্যতা জেনে একেবারে ভেঙে পড়েলাম।অনেকবছর ধরে সৌরভের সাথে আমার পরিচয়।সে আমার বন্ধু, ভাই ,আমি তার বন্ধু, দিদি।যেকজন মানুষ আমাকে নির্দ্ধিধায় যখন খুশি ফোন করতে পারে তার মধ্যে সৌরভ ছিল একজন।অ্যাকাডেমি চত্বর পরিষ্কার করতে চেয়েছিল সৌরভ,চেয়েছিল কবিতা ও সাহিত্য চর্চার জগত থাকুক পরিচ্ছন্ন,কেউ ক্ষমতার অপব্যবহার করে সাহিত্য চর্চাকে অন্ধকার জগতে নামিয়ে না আনতে পারে। কিভাবে সৌরভ আমার ভাই হয়ে উঠলো!শুনুন তাহলে,একজন কবি যাকে আমি দাদা বলতাম তিনি আমার সব রাজনৈতিক পোস্টে এসে আমাকে বিরক্ত করা শুরু করলেন। একদিন তো অনার কিলিং এর কথাই বলে ফেললেন।আমি স্ক্রিন শট নিয়ে পোস্ট দিলাম। পোস্ট দেখেই সৌরভ ফোন করলো,বললো এ জিনিস কখনো বরদাস্ত করবো না দিদি,আপনি শান্ত থাকুন।সেযাত্রা আর থানা পুলিশ করতে হয়নি।সৌরভই বিষয়টা দেখেছিল,সেই ব্যক্তি দ্বিতীয় বার বিরক্ত করতে সাহস পায়নি।যখন যা সমস্যা সব সময়ই ফোন , আলোচনা, পরামর্শ চলতো।
কদিন আগেও কবিতা উৎসবে কবিতা পড়তে যাবো,সৌরভকে ফোন করলাম,ভাই আমি তো বেশি অনুষ্ঠানে যাইনা,কেমন যেন লাগছে! দিদি আমি সারাক্ষন থাকবো কোনো চিন্তা নেই আপনি চলে আসুন।সেই শেষ দেখা, আমার পোস্টে এসে বললো খুব ভালো কবিতা পাঠ হয়েছে আপনার।
সবাই যখন নিরাপদে বাড়িতে তখন কারুর বিপদ শুনে সৌরভ ছুটে গেছে,রুগী নিয়ে হাসপাতালে ভর্তি করেছে।সৌরভ স্বার্থপর হতে পারেনি,সৌরভ শুধু নিরাপত্তা বেছে নিতে পারেনি।
সৌরভ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি , সারাক্ষণ শুভকামনা জানাতাম যাতে সে ভালো হয়ে যায়।সে ভালো হলোনা,দিকশূন্যপূরে পাড়ি দিল অসময়ে।
সৌরভ চলে গেল,এখন কে বলবে কোনো চিন্তা নেই দিদি আমি আছি চলে আসুন!কবিতা পাঠ করে যাবেন।
নন্দনে যাবো অথচ সৌরভ নেই,বইমেলা যাবো অথচ সৌরভের সাথে দেখা হবে না!! চোখের জলে ধুয়ে যাচ্ছে
সব অক্ষর।
এই শূন্যতা কখনো পূরণ হবার নয়, সৌরভের ব্যতিক্রমী কাজ,তাঁর কবিতা ,তাঁকে অমরত্ব দিক।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।