লাজে নত আজ তোমার আঁখি আমার হৃদয়ের যে কথাটি শ্রবণে,
জানো কি হৃদয়কাননে কতকাল আমি তারে রেখেছি এত যতনে!?
রঙিন বসন্ত রাঙিয়ে দিয়ে যায় চলে কামনার সকল গোলাপ,
হোক নয় লাজে! তুমি বৈ আর কেই বা শুনবে আমার অন্তরাত্মার অবুঝ প্রলাপ?
তোমার মধুর পরশে মনের গোপন কথাটি রইল না আর সঙ্গোপন,
অন্তরে তোমার নিভৃতে করল আমার নিগূঢ় ভালোবাসার বীজ বপন।
লাজের অন্তরালে তোমার অমলিন হাসি; দেয় যেন মোরে এক পরম তৃপ্তি,
কলাপ জড়ানো তোমার কেশবিন্যাসের ফাঁক দিয়ে উঁকি মারে সোনালি এক আলোকদীপ্তি।
দখিনা বাতাস আসে নিয়ে বয়ে তোমার চিরন্তন প্রেমের অরূপ বাণী,
স্নেহচুম্বনে আপন করে আজ এ কোন ঋণে তুমি করলে আমায় ঋণী!?