দিব্যি কাব্যিতে সৌমেন গাঙ্গুলী

অতীত
অতীতের কত সোনালী সুন্দর স্মৃতি
মনের গভীরে জাগায় এখনো অনুভূতি
ফেলে আসা সেইদিনগুলো
আজো বুকের মাঝে জাগ্রত
যদিও জমেছে তাতে সময়ের ধুলো
যেখানে একদিন পাতাছিল সাধের আসন
সেই আশৈশব পরিচিত ভূমি
কাঁটাতারে ঘেরা বিদেশ এখন
প্রহরীরা পাহারা রত সর্বক্ষণ
শিকড় ছিঁড়ে যেদিন এলাম চলে
এই প্রতিবেশি দেশে সবকিছু ফেলে
অশ্রুতে ভিজেছিল দু ‘ নয়ন
শুধু এই কথা ভেবে কোনদিন
ফিরবো কী আবার মায়ের কোলে
গেছে কত কাল গেছে কত দিন
মায়ের স্নেহ ভুলে সৎ মা কেই বেশেছি ভালো তবুও স্মৃতিকে নাড়া দেয়
অতীতের সেই ফেলে আসা দিন।।